১নং ধানদিয়া ইউনিয়নে বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয়। তার মধ্যে উল্লেখ যোগ্য হল ধান,পাট, গম আলু, পেয়াজ রসুন,টমেটা,আখ, কুল, আম ছাড়াও পান চাষও হয়। তাছাড়া উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের হোয়াইট গোল্ট নামে পরিচিতি চিংড়ি মাছের চাষ।যা রপ্তানি করে প্রতি বছর প্রচুর পরিমানে বৈদেশিক মুদ্রা অর্জন করে।